বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সুরমা ভিউ’র ২য় পালাবদল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) নগরীর একটি অভিজাত হোটেলে এ পালাবদল অনুষ্ঠিত হয়।
পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. এড. একেএম সমিউল আলম।
তিনি তার বক্তৃতায় বলেন, এপেক্সকে হৃদয়ে ধারন করে মানবতার কল্যাণে কাজ করতে হবে। সুন্দর সমাজ, রাষ্ট্র ও পৃথিবী গড়ার প্রত্যয়দীপ্ত সংগঠন এপেক্স সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে শুধু সুদুঢ় করেনি,আগামীর সুন্দর সমাজ বিনির্মানে কাজ করে। তিনি দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এপেক্সের ঐতিহ্য বজায় রেখে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাবস অব বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আখতার হোসেন খান।
সম্মানিত অতিথি ছিলেন, এপেক্স ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাবিবুন্নবী শাহেদ, এপেক্স ক্লাব অব সিলেটের অতীত সভাপতি এপে. মোস্তাফিজুর রহমান, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অতীত সভাপতি এপে. শহীদুল ইসলাম তনয়, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতীত সভাপতি এপে. সিরাজুল ইসলাম, অতীত সভাপতি এপে. রাজু আহমেদ, অতীত সভাপতি হাবীবুর রহমান, অতীত সভাপতি এপে. আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের সভাপতি এপে. এড. সালমান উদ্দিন, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউর প্রেসিডেন্ট এপে. উমর ফারুক, অতীত সভাপতি এপে. তাজুল ইসলাম, অতীত সভাপতি এপে. আনিসুর রহমান শিপলু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পাপলু পাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আল আমীন তালুকদার, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. পান্না চন্দ্র নাথ।
পালাবদল অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী সভাপতি এপে. হাবীবুন্নবী সাহেদ ২০২৫ বর্ষের সভাপতি এপে. এস এ শফি কে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-০৪ এর গভর্নর এপে. এড. জয়ন্ত চন্দ্র ধর।
পালাবদল কমিটির চেয়ারম্যান এপে. সাহেদুর রহমান সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব সুরমা ভিউর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাফিজ শাহ আদনান,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃশাফায়াত জামান নবীন,সেক্রেটারি এন্ড ডিনএ এপেঃ আব্দুল হান্নান, ট্রেজারার এপেঃ শামীম আহমদ, সার্ভিস ডাইরেক্টর এপেঃ শাহ মুজিবুর রহমান মিন্টু,মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেঃ মোঃ শরীফুল ইসলাম, সার্জেন্ট এন্ড আর্মস এপেঃ মুবিন উদ্দিন।