বাংলাদেশ কৃষি ব্যাংক, জৈন্তাপুর শাখা আয়োজিত শিক্ষার্থীদের নিয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে-বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের প্রবৃদ্ধি গড়ে তোলার লক্ষ্যে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষি ব্যাংক জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক মলয় সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংক জৈন্তাপুর শাখার দ্বিতীয় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, কর্মকর্তা শুভ কুমার সিনহা ও জৈন্তাপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক সাইফুল আলম।
সভায় বক্তারা শিক্ষার্থীদের সচ্ছল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সঞ্চয়ের প্রবৃদ্ধির উপর জোর দিয়েছেন।
সভায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, জৈন্তাপুর শাখার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।