সিলেটের বিশ্বনাথে পূর্ব শত্রুতার জেরে যুক্তরাজ্য (ইউকে) প্রবাসী মো: বুরহান উদ্দিনের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ মে) উপজেলার শাহবাজপুর গ্রামে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, যুক্তরাজ্য (ইউকে) প্রবাসী মো: বুরহান উদ্দিন দেশে থাকাকালীন সময়ে পাশ্ববর্তী উপজেলা ওসমানীনগরের প্রভাবশালী ব্যক্তি মো: সিরাজ আলীর মেয়ে ফারহানা বেগমের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। যা ফারাহানা বেগমের পিতা সিরাজ মিয়া মেয়ের এ সম্পর্ক মেনে নিতে পারেননি। সম্পর্ক না মেনে ক্ষোভের বশবর্তী হয়ে তিনি অনেকবার তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। পরিস্থিতি প্রতিকূল দেখে ফারহানা বেগম তার পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে দেশে থাকাকালীন সময় বোরহান উদ্দিনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আর এতেই সিরাজ মিয়ার ক্ষোভ আর শত্রুতা চরম পর্যায়ে পৌঁছে। যার ফলপ্রসূতে বোরহান উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী কতৃক হামলা ও ভাংচুর করান।
এ বিষয়ে যুক্তরাজ্য (ইউকে) প্রবাসী মো: বুরহান উদ্দিনের পিতা আশীক আলী প্রতিবেদককে বলেন, আমার কনিষ্ঠ ছেলে বোরহান উদ্দিন সিরাজ আলীর মেয়ে ফারহানা বেগমের সাথে প্রেমের সম্পর্ক করে আমাদের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন। ছেলে আমাদের এই মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণে আমরা তার সাথে যোগাযোগ না রাখারা চেষ্টা করছি। কিন্তু মেয়ের পিতা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে সন্ত্রাসী কতৃক বোরহান উদ্দিনের বাড়িতে হামলা, ভাংচুর লুটপাট করান।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় কেউ অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।