, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত পৌরশহর সিলেটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ  সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে হত্যা, দুইজন গ্রেফতার তারেক রহমানের নির্দেশ পেয়ে সিলেট ২ আসনের মাঠে নেমেছি : বিশ্বনাথে হুমায়ুন কবির সাবেক কাউন্সিলর সুমনের আবেগময় বক্তব্য মৌলভীবাজারে নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেট নগরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে স্মারকলিপি প্রদান আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি : অধ্যক্ষ মো. ফয়জুল হক
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এতে পণ্ড হয়ে গেছে পুলিশের অভিযান।

বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দুই দফায় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে পিডিবি পয়েন্টে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক এসে জড়ো হন পিডিবি পয়েন্টে। এসময় তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।

অবরোধের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করা হয়। এসময় আরও কয়েকজন অটোরিকশাচালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

পরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহামদ সাইফুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

জনপ্রিয়

সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সিলেটে অটোরিকশা চালকদের সঙ্গে রিকশাচালকদের সংঘর্ষ

প্রকাশের সময় : ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। এতে পণ্ড হয়ে গেছে পুলিশের অভিযান।

বৃহস্পতিবার (২২ মে) সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিডিবি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় দুই দফায় প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এছাড়া বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে পিডিবি পয়েন্টে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়।

খবর পেয়ে মেডিকেল রোড, নবাব রোড, শামীমাবাদ ও বাগবাড়ি এলাকা থেকে শতাধিক ব্যাটারিচালিত রিকশাচালক এসে জড়ো হন পিডিবি পয়েন্টে। এসময় তারা পুলিশের অভিযানের প্রতিবাদ জানান। একপর্যায়ে তারা মেডিকেল-মদিনা মার্কেট রোড সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশের অভিযান পণ্ড হয়ে যায়।

অবরোধের সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করা হয়। এসময় আরও কয়েকজন অটোরিকশাচালক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।

পরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসএমপির অতিরিক্ত কমিশনার (মিডিয়া) মোহামদ সাইফুল ইসলাম বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করছিল। এসময় তারা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে সিএনজি চালকদের সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।