, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ইলিয়াস আলী কে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল, বিভিন্ন স্লোগানে মুখরিত পৌরশহর সিলেটে চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ  সিলেটে মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে হত্যা, দুইজন গ্রেফতার তারেক রহমানের নির্দেশ পেয়ে সিলেট ২ আসনের মাঠে নেমেছি : বিশ্বনাথে হুমায়ুন কবির সাবেক কাউন্সিলর সুমনের আবেগময় বক্তব্য মৌলভীবাজারে নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সিলেট নগরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করতে স্মারকলিপি প্রদান আধুনিক বিশ্বে কম্পিউটার প্রোগ্রামিং এক অপরিহার্য শক্তি : অধ্যক্ষ মো. ফয়জুল হক
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে হতে যাচ্ছে প্রথম ‘টি সামিট’, আসছে চীনা প্রতিনিধি দল

সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি সামিট’। ২০ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সোশ্যাল সায়েন্স ভবনে এ সামিট হবে।

রোববার (১৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও চাইনিজ কর্নারের সমন্বয়ক ড. মো. সাহাবুল হক।

সামিট আয়োজনে সহযোগিতা করছে শাবিপ্রবির চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাস।

আয়োজকরা জানান, চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণে সিলেটে প্রথমবারের মতো এমন আয়োজন হতে যাচ্ছে। চীনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রদর্শনীতে অংশ নেবে।

প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওপেং।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য তাহসীন আহমেদ চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাওলানা খায়রুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চীনের মধ্যে টি বাণিজ্য সম্প্রসারণে চলমান কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা রাখবেন শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই।

অনুষ্ঠানে ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করবেন চাইনিজ কর্নারের সদস্য ও শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান। স্বাগত বক্তব্য রাখবেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান। চা প্রদর্শনীর পরিচিতি তুলে ধরবেন চাইনিজ কর্নারের সদস্য ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

অনুষ্ঠানে রয়েছে চীনা প্রতিনিধি দল ও সিলেটের চা বাগান কমিউনিটির নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান, চীনা ভাষার অঙ্কন ও ক্যালিগ্রাফি প্রদর্শনী, চীনের নিজস্ব প্রক্রিয়ায় চা তৈরির ব্যবস্থা ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা থাকছে। এছাড়া প্রদর্শনী উপলক্ষে বিশেষ বই প্রকাশ হচ্ছে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং চা গবেষকদের ৮টি লেখা স্থান পেয়েছে। চীনের চা শিল্প নিয়েও বইটিতে লেখা ও ছবি রয়েছে।

প্রদর্শনীতে মোট ২০টি বুথ থাকবে। যা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এরমধ্যে এসএস ব্লাক টি (২), দ্য কনসলিডেটেড টি (ফিনলে), ফিয়াজি টি, গার্ডেন ফ্রেশ টি, মাগলা টি, এম আহমেদ টি (২), ইকো ডাই, মালনীছড়া, লুস্সো বেল্লা, পদ্মা টি, ম্যাকসন ব্রাদারস, ন্যাশনাল টি সাঙ্গো, মুনা ট্রেডার্স, তালুকদার টিসহ দেশীয় ১৬টি চা বাগান ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান, ৩টি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একটি বুথ থাকছে।

জনপ্রিয়

সিলেটে পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

সিলেটে হতে যাচ্ছে প্রথম ‘টি সামিট’, আসছে চীনা প্রতিনিধি দল

প্রকাশের সময় : ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টি সামিট’। ২০ মে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন সোশ্যাল সায়েন্স ভবনে এ সামিট হবে।

রোববার (১৮ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও চাইনিজ কর্নারের সমন্বয়ক ড. মো. সাহাবুল হক।

সামিট আয়োজনে সহযোগিতা করছে শাবিপ্রবির চাইনিজ কর্নার, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগ এবং ঢাকাস্থ চীনা দূতাবাস।

আয়োজকরা জানান, চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণে সিলেটে প্রথমবারের মতো এমন আয়োজন হতে যাচ্ছে। চীনের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রদর্শনীতে অংশ নেবে।

প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর মি. লি শাওপেং।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী সদস্য তাহসীন আহমেদ চৌধুরী এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাওলানা খায়রুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

বৈশ্বিক চা বাণিজ্য ইস্যুতে বাংলাদেশ ও চীনের মধ্যে টি বাণিজ্য সম্প্রসারণে চলমান কৌশল, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা রাখবেন শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই।

অনুষ্ঠানে ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করবেন চাইনিজ কর্নারের সদস্য ও শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান। স্বাগত বক্তব্য রাখবেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান। চা প্রদর্শনীর পরিচিতি তুলে ধরবেন চাইনিজ কর্নারের সদস্য ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন।

অনুষ্ঠানে রয়েছে চীনা প্রতিনিধি দল ও সিলেটের চা বাগান কমিউনিটির নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতি অনুষ্ঠান, চীনা ভাষার অঙ্কন ও ক্যালিগ্রাফি প্রদর্শনী, চীনের নিজস্ব প্রক্রিয়ায় চা তৈরির ব্যবস্থা ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে একটি শোভাযাত্রা থাকছে। এছাড়া প্রদর্শনী উপলক্ষে বিশেষ বই প্রকাশ হচ্ছে, এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক এবং চা গবেষকদের ৮টি লেখা স্থান পেয়েছে। চীনের চা শিল্প নিয়েও বইটিতে লেখা ও ছবি রয়েছে।

প্রদর্শনীতে মোট ২০টি বুথ থাকবে। যা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এরমধ্যে এসএস ব্লাক টি (২), দ্য কনসলিডেটেড টি (ফিনলে), ফিয়াজি টি, গার্ডেন ফ্রেশ টি, মাগলা টি, এম আহমেদ টি (২), ইকো ডাই, মালনীছড়া, লুস্সো বেল্লা, পদ্মা টি, ম্যাকসন ব্রাদারস, ন্যাশনাল টি সাঙ্গো, মুনা ট্রেডার্স, তালুকদার টিসহ দেশীয় ১৬টি চা বাগান ও আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান, ৩টি চীনা প্রতিষ্ঠান ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একটি বুথ থাকছে।