সিলেট নগরীর প্রবেশদ্বার নামে খ্যাত বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির সভাপতি ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক পরিচালক,কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের পরিচালক, হুমায়ূন আহমদের ছোট ভাই তরুণ ব্যবসায়ী মোঃ সায়েম আহমদ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়য় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন।
১৪ মে বুধবার বিকেলে সিলেট চেম্বার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ সভাপতি হিসেবে মোঃ সায়েম আহমদ নির্বাচিত হওয়ায় হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে সিলেট চেম্বার আরও সুসংগঠিত হবে এবং ব্যবসায়িক পরিবেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
অপর এক বিবৃতিতে বৃহত্তর চন্ডিপুল ব্যবসায়ী ঐক্য কমিটির
নেতৃবৃন্দ সায়েম আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।