সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রাঙ্গণে জনগণের দোরগোড়ায় সেবা কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও লালাবাজার ইউনিয়ন পরিষদ আয়োজিত সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে তথ্য সেবার বিভিন্ন ষ্টল পরিদর্শন করে স্থানীয়দের উদ্দেশ্যে ঊর্মি রায় বলেন, জনগণের দোরগোড়ায় সেবার মান ত্বরান্বিত করতে ইউনিয়ন পরিষদে সেবার মান বাড়াতে নাগরিক সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ। এরই পাশাপাশি ইউনিয়নের নাগরিকদের স্বাস্থ্য সেবা, মহিলাদের গর্ভকালীন সেবা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিশুদ্ধ পানি, কৃষি সেবা বৃদ্ধি পেয়েছে। এসব সেবার মান বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধের কাজ করতে হবে।
ষ্টল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু,জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ,লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী শিফতা,পাপড়ী রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী জুবায়ের আহমদ লিটন, উপজেলা কৃষি অফিসার গৌতম পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোন্তাকিম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, জনস্বাস্থ্য প্রোকৌশল কর্মকর্তা কাজী রিয়েল, প্রাণী সম্পদ কর্মকর্তা মমতাজ বেগম, তথ্য সেবা কর্মকর্তা বদরুন নাহার বিউটি, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম মনির, ইউপি সদস্য বেলাল আহমদ, হোসাইন আহমদ মুক্তার,আব্দুল কাদির,লোকমান আহমদ, শামীম আহমদ,ইউপি সদস্যা শিশুবান বেগম,হাসনা আক্তার, শেলিনা আক্তার, ইউপি সচিব মনির উদ্দিন, সমাজসেবী জিতু মিয়া, স্বাস্থ্যকর্মী নিকুঞ্জ কুমার নাথ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।