সিলেটে আওয়ামী লীগের অংগসংগঠন ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) ভোরে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে ওসমান আলীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া জালালাবাদ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হন শফিকুর রহমান।
গ্রেফতারকৃত ওসমান আলী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উমর আলীর ছেলে ও শফিকুর রহমান সিলেট সদর উপজেলার ফতেহপুর গ্রামের তাহের আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মো.ওসমান আলীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার (নং-০৭(১০)২৪) আসামি। এ ছাড়া শফিকুর রহমান সিলেট মহানগরীর আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তার নামেও মামলা রয়েছে।