সিলেটের কোম্পানিগঞ্জে টাকা নিয়ে বিরোধের জের ধরে কেচি দিয়ে কুপিয়ে ছোট ভাইকে খুন করার অভিযোগে আপন বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত কেচি।
সোমবার (২৮ এপ্রিল) রাতে টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জাকারিয়া আহমদ (৩৫) সিলেটের কোম্পানীগঞ্জ থানার বাগজুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। নিহত রুবেল আহমদ ইয়াহিয়া (২৫) তার ছোট ভাই।
পুলিশ জানায়, বড় ভাই জাকারিয়ার সাথে নিহতের দীর্ঘদিন ধরে টাকা পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার (২৮ এপ্রিল) রাতে এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জাকারিয়া ধারালো কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১ মে) জাকারিয়াকে গ্রেফতারের পর বাড়ির পিছনের ঝোপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কেচি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রুবেলের স্ত্রী বাদি হয়ে তার ভাসুর জাকারিয়াকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।