বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, শ্রমিকরা এদেশের মুল চালিকা শক্তি। শ্রমিকদের অবদান ছাড়া কোন উন্নয়ন ই সফল হতে পারেনি। তাই সর্বক্ষেত্রে শ্রমিক ভাইবোনের নায্য দাবী ও অধিকার প্রতিষ্টা করা রাষ্টের অন্যতম মোলিক কাজ। কিন্ত এদেশে দেখা যায় বিগত ফ্যাসিস্ট সরকার শ্রমিক দের ব্যবহার করে তাদের নানাবিধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে ঠিকই কিন্ত শ্রমিক দের কল্যানে কোন কাজ করেনি। এজন্য অনতিবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিক দের নুন্যতম মজুরি ২৩ হাজার থেকে উন্নীত করে ৩০ হাজার করার তিনি দাবি জানান।
এছাড়া শ্রমিকদের স্বাস্থ্য সেবা, ও দুর্ঘটনা জনিত প্রনোদনা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ছেলে মেয়ে ও তাদের পরিবার জন্য সম্মানজনক ভাবে সমাজে পড়ালেখা করে বেড়ে উঠতে পারে এজন্য সরকারকে আন্তরিক হতে হবে।
তিনি মালিকদের উদ্দেশ্য বলেন, শ্রমিক ছাটাই না করে, শ্রমিকদের প্রশিক্ষণ দিন, দেখবেন শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি পেয়ে আপনাদের উৎপাদন কয়েকগুন বেড়ে যাবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন বৃহস্পতিবার (০১ মে) গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ আয়োজিত র্যালি পূর্ববর্তী বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যানের সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি রেজাউল করিম এর পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক, গোলাপগঞ্জ পৌরসভার উপদেষ্টা ও সাবেক জেলা সহ সভাপতি রেহান উদ্দিন রায়হান, শ্রমিক কল্যানের জেলা সভাপতি ভারপ্রাপ্ত হাফিজ আতিকুল ইসলাম, জেলা কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, গোলাপগঞ্জ উপজেলার উপদেষ্টা হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ পৌরসভা উপদেষ্টা কাজি শাহিদুর রহমান, উপজেলা উপদেষ্টা এহতেছামুল আলম জাকারিয়া ও উপজেলা শ্রমিক কল্যান সভাপতি আশরাফ আল মান্নান লিপু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর প্রিয় নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, শ্রমিক দের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়, পরিবহন শ্রমিক দের সাথে চাদাবাজি করা হয়। তিনি শ্রমিক হয়রানি ও চাদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি সিলেটের চা শ্রমিক দের নিয়ে সরকারের একটি নতুন পরিকল্পনা সহ ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান