সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ কর্তৃক বন্যার্তদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৬মাস মেয়াদী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নস্থ এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গনে স্থানীয় প্রশাসন এবং উপকারভোগীদের সমন্বয়ে একটি প্রকল্প সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এস ও এস চিলেড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মো: মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখরুদ্দিন।
উপস্থিত ছিলেন এস ও এস বাংলাদেশের ইআরপি ফোকাল পার্সন ও এস ও এস চিলড্রেন্স ভিলেজ ঢাকা এর প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, এস ও এস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর সহকারী পরিচালক, (ফাইন্যান্স এন্ড একাউন্টস ন্যাশনাল অফিস) মো: মিজানুর রহমান, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মোশাহীদ, দি নিউ ন্যাশন এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, এস ও এস শিশু পল্লী সিলেট এ র সকল কো-ওয়ার্কার, প্রকল্প সংশ্লিষ্ট সকল কো-ওয়ার্কার ও উপকার ভোগীরা।
এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা, উপকারভোগীরা দূর্যোগময় মূহুর্তে তাদের সহযোগীতার জন্য এস ও এস চিলড্রেন্স ভিলেজ সিলেট এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এস ও এস এর কাজের ভুঁয়াসী প্রশংসা করেন এবং যে কোন কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিলেট জেলায় সংঘটিত সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর আওতায় বন্যার্তদের মানবিক সহায়তা কর্মসূচীর ৬মাস ব্যাপি (১ নভেম্বর ২০২৪ ইং তারিখ হতে ৩০ এপ্রিল ২০২৫ ইং) একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করেছে। সিলেট জেলার ২ টি উপজেলা ওসমানীনগর ও বালাগঞ্জে স্থানীয় প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন করে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এতে এক কোটি পঁচিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত তিরানব্বই টাকার প্রকল্পের অর্থের যোগান দেয় এসওএস বাংলাদেশ। এতে দুই উপজেলার মোট তিনহাজার চল্লিশটি পরিবার উপকৃত হয়।