জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট সদর উপজেলার সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরের দরগাহ গেইট এর একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির সিলেট জেলা সংগঠক ফয়সল আহমদ এর সভাপতিত্বে এবং সিলেট জেলা সংগঠক আলী হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
সভায় এনসিপি নেতৃবৃন্দ আগামীদিনের কর্মসূচি ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী বুধবার মিছিল, সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি জেলা সংগঠক নাজিম উদ্দিন শাহান, তাইয়েব আদনান, আব্দুর রহিম, জহুরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোস্তাক আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহব্বায়ক সালমান খুরশেদ, সদস্য সচিব নুরুল ইসলাম, শ্রমিকনেতা শিব্বির আহমেদ, লোকমান আহমদ, মুহাম্মদ ছালিম আহমদ খান, কিবরিয়া আহমেদ, যুবনেতা কামরান আহমেদ জায়গীরদার, শ্রমিক নেতা লোকমান আহমেদ, ফখরুল হাসান সৌরভ, উপজেলা সংগঠক সাগর কর্মকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতারা দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সুসংগঠিত করার আহ্বান জানান এবং জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই সভার মাধ্যমে এনসিপি সিলেট সদর অঞ্চলে তাদের রাজনৈতিক কার্যক্রম আরও জোরদার করতে প্রস্তুত হচ্ছে বলে জানা গেছে।