আমেরিকান সংস্থা এটিএ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ইন্সট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স (আইডিসি) এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে এগারোটায় এসএমপি পুলিশ লাইন্স হল রুমে ইন্সট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স (আইডিসি) প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Lionel P Benoit, Lead Instructor, IDC. অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপস) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)সহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
উক্ত সমাপনী অনুষ্ঠানে আমেরিকান সংস্থা এটিএ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ইন্সট্রাক্টর ডেভেলপমেন্ট কোর্স (আইডিসি) প্রশিক্ষণে অংশগ্রহণকৃত মোট ২৫ (পচিঁশ) জন প্রশিক্ষনার্থীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।