সিলেট সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১/মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা বিতরণ কর্মসূচীর উদ্ভোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলে মঞ্জুর ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, উপজেলা আইসিটি অফিসার শ্যামল চন্দ্র দাস, উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন সহকারী প্রোগ্রামার মো. রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা ব্রজবাসী দেবনাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদা বেগম ও কামরুন নাহার, এবং মোছা. মুৎমাইন্নাখানম।
উল্লেখ্য, কৃষকদেরকে উৎসাহ প্রদান করতে প্রণোদনা হিসেবে ১ হাজার ৫৯ জন কৃষককে ৫ কেজি হারে বীজ, ২০কেজি হারে রাসায়নিক সার প্রদান করা হয়েছে।