, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বালুখেকোদের হাতে ধ্বংস হচ্ছে সিলেটের জলারবন রাতারগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত জিয়াউর রহমান ফাউন্ডেশন ২৬ বছর ধরে কাজ করছে : ডা. ফরহাদ হালিম ডোনার সাদাপাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা : জড়িতদের গ্রেফতার ও শাস্থি দাবি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে : সিলেট বিএনপি স্কলার্সহোম কলেজে বিজ্ঞানমেলা, অলিম্পিয়াড ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইসলামী ফ্রন্ট সিলেট জেলা শাখার কাউন্সিল সফলে প্রস্তুতি সভা শুক্রবার নজিরবিহীন লুটপাটে স্থবির সাদাপাথর, সৌন্দর্য ফেরাতে তৎপর প্রশাসন সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সিলেটে সাদা পাথর লুটপাট: অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

মৌলভীবাজারে একদিনেই ‘ডাক্তারি’ শিখল কমলগঞ্জের ৬০ জন শিক্ষার্থী!

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি, সংগীতশিল্পী সেলিম চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসচেতন জাতি গড়তে হলে আমাদের শুরুর দিকেই নতুন প্রজন্মকে স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান দিতে হবে। এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নে নয়, সমাজের সার্বিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শমশেরনগর হাসপাতালের আয়োজনে এবং ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির অর্থায়নে প্রথমবারের মতো স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত রবিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শমশেরনগরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ক্ষতস্থানে ব্যান্ডেজ পদ্ধতি, অজ্ঞান রোগীর প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণের কৌশল, পোড়ার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শমশেরনগর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন দলে ভাগ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সহজভাবে বিষয়গুলো আত্মস্থ করতে পারে।

শমশেরনগর হাসপাতাল কমিউনিটির সহ-সভাপতি ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুক্তরাজ্য কমিউনিটির সহ-সভাপতি আলাউর রহমান খান শাহীন।

এ সময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন এবং কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়েছে, তেমনি নিজেদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পেরেছে। জরুরি মুহূর্তে সহপাঠী, পরিবার বা আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও প্রয়োজনীয় দক্ষতা তারা অর্জন করেছে।

শমশেরনগর হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা জানান, এর আগে তারা কখনো এমন প্রশিক্ষণে অংশগ্রহণ করেনি এবং তারা এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।

জনপ্রিয়

বালুখেকোদের হাতে ধ্বংস হচ্ছে সিলেটের জলারবন রাতারগুল, প্রতিবাদ করলে চলে নির্যাতন

মৌলভীবাজারে একদিনেই ‘ডাক্তারি’ শিখল কমলগঞ্জের ৬০ জন শিক্ষার্থী!

প্রকাশের সময় : ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি, সংগীতশিল্পী সেলিম চৌধুরী বলেছেন, স্বাস্থ্যসচেতন জাতি গড়তে হলে আমাদের শুরুর দিকেই নতুন প্রজন্মকে স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান দিতে হবে। এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নে নয়, সমাজের সার্বিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শমশেরনগর হাসপাতালের আয়োজনে এবং ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির অর্থায়নে প্রথমবারের মতো স্থানীয় স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত রবিবার (১৩ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে শমশেরনগরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ক্ষতস্থানে ব্যান্ডেজ পদ্ধতি, অজ্ঞান রোগীর প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণের কৌশল, পোড়ার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শমশেরনগর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। দিনব্যাপী এ কার্যক্রমে বিভিন্ন দলে ভাগ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সহজভাবে বিষয়গুলো আত্মস্থ করতে পারে।

শমশেরনগর হাসপাতাল কমিউনিটির সহ-সভাপতি ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুক্তরাজ্য কমিউনিটির সহ-সভাপতি আলাউর রহমান খান শাহীন।

এ সময় কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি.এম সাদিক আল শাফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন এবং কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়েছে, তেমনি নিজেদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পেরেছে। জরুরি মুহূর্তে সহপাঠী, পরিবার বা আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও প্রয়োজনীয় দক্ষতা তারা অর্জন করেছে।

শমশেরনগর হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষার্থীরা জানান, এর আগে তারা কখনো এমন প্রশিক্ষণে অংশগ্রহণ করেনি এবং তারা এ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।