পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দের শুভ সূচনা। দিনকে ঘিরে উৎসবের আমেজ ছিলো দক্ষিণ সুরমা উপজেলায়।প্রাণের উচ্ছ্বাস আর মানুষের স্বতস্ফূর্ত অংশগহণে দিনটি পালন করছে উপজেলাবাসী
দিনটি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার সকালে উচ্ছ্বাসে ভরা বর্ণিল শোভাযাত্রায় নানা রঙেঢঙে অংশ নেন স্থানীয়রা। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রা উপজেলা চত্তর এসে শেষ হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।
নববর্ষের নানা কর্মসূচিতে অংশ নিয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, পহেলা বৈশাখ দেশের সবচেয়ে বর্ণিল উৎসবগুলোর একটি, যেখানে বাঙালি জাতি পুরোনো বছরকে বিদায় জানিয়ে বরণ করে নতুন বছরকে। জাতির ঐক্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক এই উৎসব ধর্ম, গোত্র, শ্রেণি বা মত নির্বিশেষে সবাই উদযাপন করে।
বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশীদ,সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোন্তাকিম,সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমান,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ সহ উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী, সুধী সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।