জমকালো আয়োজনে স্কলার্সহোম মেজরটিলা কলেজে পালিত হয়েছে ১লা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকালে কলেজের অডিটরিয়ামে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, নৃত্য, দেশাত্ববোধক গান ও দেশীয় সাংস্কৃতিক প্রদর্শনী।
সকালে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। কলেজের প্রভাষক আন্নামা চৌধুরী ও জয়া সরকারের যৌথ উপস্থাপনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান ও স্কলার্সহোমের প্রতিষ্ঠিতা হাফিজ আহমেদ মজুমদার। তিনি উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের এই দিনে বাঙ্গালী জাতির সংস্কৃতি ও ঐতিহ্য ফুটে উঠে।