সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও আরেকজন আহত হয়েছেন।
(১২ এপ্রিল) শনিবার রাতে জাফলং-মামার দোকান সড়কের জাফলংয়ের লাখেরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাদ্দাম আহমদ। তিনি উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ওয়াসিম বখ্ত নামের আরেকজন আহত হয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে জাফলং থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর লাখেরপাড়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আরোহী সাদ্দাম ও ওয়াসিম গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।