বালাগঞ্জ উপজেলার সাবেক নন্দিত ছাত্রশিবির নেতা প্রবাসী ময়নাবাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যের বাংলা কমিউনিটির বিশিষ্ট যুব সংগঠক বেলাল আনসারী দীর্ঘ পনেরো বছর পর আজ দেশে ফিরলেন।
শনিবার সকাল ১০ ঘটিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।
এসময় সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি আব্দুল মজিদ আনসারী, জামায়াত নেতা মুহিবুল হক, বিশিষ্ট সমাজসেবক কাজী মহসিন আহমদ, সিলেট মহানগর জামায়াত নেতা কাজী নজরুল ইসলাম, সিলেট নগরীর বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের খান, ব্যাংকার ও সাবেক ছাত্রনেতা মিটু চৌধুরী, যুবনেতা লায়েছ আহমদ ও সাবেক শিবির নেতা আদনান আনসারী প্রমুখ।