Sylhet English Language Training Institutes Association (SELTA)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ১১ এপ্রিল সন্ধ্যায় সিলেট শহরের একটি প্রিমিয়াম হোটেলে সফলভাবে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ মেয়াদের জন্য একটি নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৬
সভাপতি: সুলতান আহমদ (হেক্সাস)
সিনিয়র সহ-সভাপতি: শওকত এমরান (আইকন এডুকেশন)
সহ-সভাপতি: মো. জিয়াউর রহমান টিটু (টি টু কেয়ার)
সাধারণ সম্পাদক: মইন উদ্দিন (লার্নিং পয়েন্ট)
যুগ্ম সম্পাদক: নূর মোহাম্মদ (ক্যারিয়ার ডটকম)
যুগ্ম সম্পাদক: কামরুল হক জুয়েল (লেক্সিস)
কোষাধ্যক্ষ: রায়হান হোসেন খান (মেন্টরস)
সাংগঠনিক সম্পাদক: হাসান আহমদ খান (হাসান’স)
অফিস সম্পাদক: আমিনুল ইসলাম (আমিন’স)
সদস্য বিষয়ক সম্পাদক: সৈয়দ সুজন আহমদ (এইমস এডুকেশন)
আইসিটি, মিডিয়া ও প্রচার সম্পাদক: মোশারফ হোসেন (ইংলিশ অ্যাচিভার্স)
প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক: স্বপ্নীল আরাবি (প্র্যাক্সিস)
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শাহ সুলতান (শাহ সুলতান’স)
হসপিটালিটি সম্পাদক: ইসলাম উদ্দিন রুবেল (স্মার্টস স্টাডি)
নির্বাহী সদস্যবৃন্দ:
অ্যাডভোকেট খালেদ চৌধুরী (এক্সেল ইনস্টিটিউট)
আব্দুল কাদির সুমন (হেক্সাস)
বিলাল আহমদ (ট্রাস্ট আইইএলটিএস)
জামিল আহমদ (হেক্সাস আম্বরখানা)
এমদাদ আহমদ (স্কাই এডুকেশন)
উপদেষ্টা পরিষদ:
ফেরদৌস আলম (অর্কিড অ্যাসোসিয়েটস)
মো. আতিকুর রেজা চৌধুরী (ইউরেশিয়া)
মো. জাকির আলী (জাকির’স এডুকেশন সার্ভিসেস)
মাহবুবুল হক লস্কর (ইউকে বাংলা)