সিলেটের জৈন্তাপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে পূনর্বাসন খাত থেকে খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী উপজেলার ছয়টি ইউনিয়নের ১২শ কৃষক এই প্রণোদনার আওতায় আসবেন। এতে প্রত্যেক কৃষক ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, উপ- সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা ইসরাত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, কৃষি অফিসের এসএম রেজাউল করিমসহ প্রনোদনা নিতে আসা বিভিন্ন ইউনিয়নের কৃষকরা।