, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করলো এনসিপি ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে সহায়তার প্রস্তাব দিলো ফিলিস্তিন ওসমানীনগরে এক রাতের ব্যবধানে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জের মিরপুরের সানশাইন স্কুলে শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অবিলম্বে মজুরি কমিশন গঠন করে শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করুন : মোহাম্মদ সেলিম উদ্দিন জাফলংয়ে বালু-পাথর উত্তোলনের জন্য রেহাই পাচ্ছে না পাহাড়-টিলা ঢাকা থেকে আগত জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মে অবদান : সম্মানজনক ‘আইজি ব্যাজ’ পেলেন এসএমপি কমিশনার রেজাউল করিম সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সিলেট বিভাগের প্রথম ডিআইজি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে বাটার লুন্ঠিত জুতা বিক্রির পোস্ট, সেট মামুনুলসহ আটক ১৪ 

ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল থেকে জুতার ব্রান্ড বাটা ও রেস্টেুরেন্ট কেএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুটেজ দেখে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

আটককৃতরা হলো, কাজীটুলা এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন (১৯), একই এলাকার আরব আলীর ছেলে ইমন (১৯), দ্বীনই সলামের ছেলে মো. রাকিব (১৯), লাল সাদ আহমদের ছেলে মিজান আহমদ (৩০), সওদাগরটুলা এলাকার মৃত আবুল বাশার মিয়ার ছেলে মো. আব্দূল মোতালেব (৩৫), গোয়াইটুলা এলাকার লিয়াকত আলীর ছেলে সাব্বির আহমদ (১৯), কোম্পানীগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জুনাইদ আহমদ (১৯), মিরের ময়দান এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২০), শাহী ঈদগাহ এলাকার মো. মহছন আহমদের ছেলে মোস্তাকিন আহমদ তুহিন (১৯), দরগাহ গেইট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০), শেখঘাট এলাকার শামীম আহমদের ছেলে মো. রিয়াদ (২৪), বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মো. তুহিন (২৪), বটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ (১৯) এবং নোয়াখালীর চাদমিল থানার পশ্চিম নাহার কিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তুষার (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন মামুনুল হক লুট করা জুতা বিক্রি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে এলে ক্রেতা সেজে তাকে আটক করা হয়। আর বাকি ১৩ জনকে লুটপাট ও হামলার ভিডিও ফুটেজ দেখে আটক করা হয়েছে। এখন যাচাই বাছাই চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিভিন্ন স্থান থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ১৪ জনকে আটক করা হয়। বাকিদেরকেও আটক করার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে। অনলাইনেও নজরদারি চলছে।

এদিকে, নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে, সিলেটের রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটা, ডমিনোসসহ প্রভৃতি ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাংচুরের শিকার হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটাসহ প্রভৃতি প্রতিষ্ঠানের ঘটনাস্থল পরিদর্শন করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে চেম্বার সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে তিনি সিলেটে বাটা, রয়েল মার্ক হোটেল, কেএফসি, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং এসব প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ।

সিলেট চেম্বার সভাপতি এ ধরনের নৈরাজ্যকর কর্মকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন চেম্বার নেতৃবৃন্দ ও সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ও রয়েল মার্ক হোটেলের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন খান, মোহাম্মদ সহিদুল হক প্রমুখ।

জনপ্রিয়

সিলেটে গণঅভ্যুত্থানে আহত ও নিহত শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান করলো এনসিপি

সিলেটে বাটার লুন্ঠিত জুতা বিক্রির পোস্ট, সেট মামুনুলসহ আটক ১৪ 

প্রকাশের সময় : ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল থেকে জুতার ব্রান্ড বাটা ও রেস্টেুরেন্ট কেএফসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফুটেজ দেখে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

আটককৃতরা হলো, কাজীটুলা এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন (১৯), একই এলাকার আরব আলীর ছেলে ইমন (১৯), দ্বীনই সলামের ছেলে মো. রাকিব (১৯), লাল সাদ আহমদের ছেলে মিজান আহমদ (৩০), সওদাগরটুলা এলাকার মৃত আবুল বাশার মিয়ার ছেলে মো. আব্দূল মোতালেব (৩৫), গোয়াইটুলা এলাকার লিয়াকত আলীর ছেলে সাব্বির আহমদ (১৯), কোম্পানীগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জুনাইদ আহমদ (১৯), মিরের ময়দান এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মো. রবিন মিয়া (২০), শাহী ঈদগাহ এলাকার মো. মহছন আহমদের ছেলে মোস্তাকিন আহমদ তুহিন (১৯), দরগাহ গেইট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০), শেখঘাট এলাকার শামীম আহমদের ছেলে মো. রিয়াদ (২৪), বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মো. তুহিন (২৪), বটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ (১৯) এবং নোয়াখালীর চাদমিল থানার পশ্চিম নাহার কিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তুষার (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন মামুনুল হক লুট করা জুতা বিক্রি করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছিলেন। পরবর্তীতে বিষয়টি পুলিশের নজরে এলে ক্রেতা সেজে তাকে আটক করা হয়। আর বাকি ১৩ জনকে লুটপাট ও হামলার ভিডিও ফুটেজ দেখে আটক করা হয়েছে। এখন যাচাই বাছাই চলছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিভিন্ন স্থান থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে ১৪ জনকে আটক করা হয়। বাকিদেরকেও আটক করার জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে। অনলাইনেও নজরদারি চলছে।

এদিকে, নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিশেষ করে, সিলেটের রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটা, ডমিনোসসহ প্রভৃতি ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও ভাংচুরের শিকার হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটাসহ প্রভৃতি প্রতিষ্ঠানের ঘটনাস্থল পরিদর্শন করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে চেম্বার সভাপতি মুজিবুর রহমান মিন্টু বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

একইসঙ্গে তিনি সিলেটে বাটা, রয়েল মার্ক হোটেল, কেএফসি, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং এসব প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ঘৃণিত ও ন্যাক্কারজনক কাজ।

সিলেট চেম্বার সভাপতি এ ধরনের নৈরাজ্যকর কর্মকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন চেম্বার নেতৃবৃন্দ ও সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ও রয়েল মার্ক হোটেলের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন খান, মোহাম্মদ সহিদুল হক প্রমুখ।