ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে জৈন্তাপুর উপজেলা সদরে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে উপজেলা সদরে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান।