শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাতের সহধর্মিণীর আশু রোগ মুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার বাদ মাগরিব নগরীর বালুচরে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলনেতা শেখ মোঃ গয়াছ উদ্দিনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা দল নেতা শামীম আহমদ হেলালী,শেখ মোঃ শফিক উদ্দিন,মশাহীদ আলী,আব্দুস শহীদ,ইন্তাজ আলী, আক্তার হোসেন ভুইয়া মিন্টু,জসিম উদ্দিন, জেলা কৃষক দলের ১ম যুগ্ম আহবায়ক ও জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মখর,
বিএনপি নেতা শাহীন আহমদ,শিহাব উদ্দিন আহমদ, রিয়াজ উদ্দিন মেম্বার,লিয়াকত আলী মিন্টু,সোহেল আহমদ,আব্দুল রহিম, মোহাম্মদ আলী,জাবের আহমদ,আব্দুল মুনিম মোন্নাসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মাওলানা মাছুম আহমদ।