জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী সারীঘাট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫ খ্রি:-এ অংশ গ্রহনকারী সারীঘাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বিদ্যালয় এডহক কমিটির সদস্য তোফায়েল আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নান, বিদ্যালয়ের শিক্ষক দেলেওয়ার হোসেন, হাবিব উল্লাহ বাহার ,মুহিবুর রহমান মুহিব, আব্দুল করিম, ফয়েজ আহমদ, নয়াখেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুবায়ের আহমদ।
সভায় বক্তারা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহনকারি সকল ছাত্র/ছাত্রীদের সাফল্য কামনা করে বলেন, পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ভবিষ্যৎ জীবনে দেশ-জাতি গঠনে বিশেষ ভুমিকা পালন করবেন।
প্রতিষ্ঠানের অতীত সুনাম ধরে রাখতে ছাত্র/ছাত্রীদের প্রতি পরীক্ষার যাবতীয় নিয়ম কানুন মেনে চলার আহবান জানানো হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাবিব উল্লাহ বাহার পরীক্ষার্থীদের সফলতা কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।