ফেঞ্চুগঞ্জ জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেনে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার ফেঞ্চুগঞ্জ জামেয়া ইসলামিয়া কিন্ডারগার্টেন অফিস কক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে ৩ জন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জামেয়ার পরিচালনা কমিটির সভাপতি ওয়াহিদুর রহমান খান (খলকু) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি পর্তুগাল প্রবাসী, জামেয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা এহছানুর রহমান ইরাক,
সিলেট মিডিয়া কর্পোরেশন ও উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সাধারণ সম্পাদক এম আলী হোসেন, যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রনেতা রায়হান কুদ্দুস হিলাম।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃ বদরুল আমীন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাফাত রহমান,
মোহাম্মদ শফিকুর রহমান খান টিপু, মোহাম্মদ ফারদিন মিমন,মোহাম্মদ মাজেদুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুর রহমান, আবু বকর রাহী প্রমুখ।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদেরকে জামেয়া পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সব শেষে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট মুরব্বি আবুল কালাম আযাদ।