বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫নং ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল) বাদ মাগরিব নগরীর কায়স্তরাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো:ফখরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। একটি আদর্শ ও নৈতিকতা সম্পন্ন জাতি হিসেবে এদেশের মানুষকে
গড়ে তুলতে এ সংগঠনের দায়িত্বশীলরা প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের স্বার্থে জামায়াত কর্মীদের আরো আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।
২৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এম,এ, ওয়াদুদের সভাপতিত্বে ও সেক্রেটারি জাবেদ আহমদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগরীর নায়েবে আমীর জনাব ড. নুরুল ইসলাম বাবুল, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক, সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনওয়ারুল ওয়াদুদ টিপু,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
ঈদ পুনর্মিলনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান,দক্ষিণ সুরমা থানার এসিট্যান্ট সেক্রেটারী কাজী জাফর আহমদ, পেশাজীবি থানা-১ এর সেক্রেটারী ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর সহ- সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর,
ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সহ প্রশিক্ষণ সম্পাদক মো: নাজিম উদ্দীন,ছাত্রশিবির দক্ষিণ সুরমা পশ্চিম থানা সেক্রেটারী ইউসুফুর রহমান আব্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫নং ওয়ার্ড সহ-সভাপতি সামস উদ্দিন রফিক, ২৫ নং ওয়ার্ড সহ-সভাপতি আনসার উদ্দিন, ২৬নং ওয়ার্ড সভাপতি এস,এম,মুছা আহমদ,২৬নং ওয়ার্ড সেক্রেটারী আব্দুস সোবহান,২৫নং ওয়ার্ড শ্রমিক কল্যাণের সভাপতি আহমেদ আলী রিমন,কায়েস্থরাইল ইউনট পরিচালক হাসানুর রহমান শিমুল,মোমিনখলা ইউনিট সেক্রেটারী আবুল কালাম আজাদ,দাউদপুর ইউনিট সেক্রেটারী মাহমুদুল আমীন মামুন।
অনুষ্ঠানে ইসলামি সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পী গোস্টির সাবেক সংগীত বিভাগের পরিচালক হেলাল আহমদ।