হটাৎ সিলেট আসলেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুধু সিলেট আসেননি, নিয়েছেন আল হারামাইন হসপিটালে চিকিৎসা। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সস্ত্রীক সিলেটে আসেন।
এনসিপি সূত্র জানায়, বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইট বিএস-৫৩৫-যোগে স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকাল ৩টার দিকে সিলেট মহানগরের সোবহানীঘাটস্থ আল হারামাইন হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।
এরপর সেখান থেকে তিনি মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন এবং সেখানে রাত্রীযাপন করেন।
এনসিপি আহ্বায়ক সাংঠনিক কাজে শুক্রবার (৪ এপ্রিল) সেখানে থাকবেন এবং শনিবার (৫ এপ্রিল) ঢাকায় ফিরে যাবেন।