সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে মালিকবিহীন অবস্থায় সীমান্তে ৯টি ভারতীয় গরু আটক করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার মোকামবাড়ী নামক স্থান হতে এসব গরু আটক করে বিজিবি সদস্যরা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৫/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ী নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু আটক করা হয়। আটককৃত গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৫৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।