বাংলাদেশ জামায়াতে ইসলামী লালাবাজার ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব উপজেলার লালাবাজারস্থ ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সে আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুব বিভাগের সভাপতি, সিলেট -৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা লোকমান আহমদ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত সমাজ গড়তে ইসলামী অনুশাসনের বিকল্প নেই। খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যম আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে যুব সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
তিনি দেশের বিরাজমান পরিস্থিতির অবসানে জামায়াত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
লালাবাজার ইউনিয়ন যুব বিভাগের সভাপতি খায়রুল ইসলাম সুমেলের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান মাছুমের পরিচালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা বায়তুলমাল সেক্রেটারী মাষ্টার আব্দুল কুদ্দুস, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের আমীর সাব্বির আহমদ, নায়েবে আমীর, সাবেক চেয়ারম্যান জননেতা খায়রুল আফিয়ান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী বদরুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারী এম. মুহিবুর রহমান, লালাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মুহিত ও সেক্রেটারী ফয়জুর রহমান শামীম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বিশিষ্ট মুরব্বি শহীদুর রহমান, যুবনেতা গোলাম কিবরিয়া আহমেদ, কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ রিপন, নোমান আহমদ সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।