দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আহত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুর রহমানকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (৩০ মার্চ) হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারী/স্টাফবৃন্দের পক্ষ থেকে নগদ আর্থিক সাহায্য তোলে দেন ওয়ার্ড মাষ্টার মো: ফয়েজ আহমদ হিরন ও মো: আব্দুল আলেক। সার্বিক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড মাষ্টার সৈয়দ মো: তারেক ও নুরুল ইসলাম জামাল প্রমুখ।
এদিকে অনুদান পাওয়ার পর আব্দুর রহমানের সাহায্য প্রদানকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি দ্রুত সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয় আব্দুর রহমান ডিউটি থেকে বাড়িতে যাওয়ার সময় হেতিম গঞ্জ রোডে পিছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত হন। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে কয়েকদিন চিকিৎসা নেন। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন তিনি।