৯৫ বছর বয়েসে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে ইহলোকে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাশ।
আজ বুধবার বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে মৃত্যুকূলে ঢলে পড়েন মহিহষী এ নারী।
দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি।
পরিবার সূত্র মতে, গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে শংকিত হয়ে উঠিন তিনি।
বর্ণাঢ্য জীবনের অধিকারী সুষমা দাশ একসাথে গান করেছেন বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রবীণ শিল্পীদের সঙ্গে। লোকসংগীতে অবদানের জন্য ২০১৭ সালে একুশে পদকে ভূষিত হন সুষমা। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন লোকসংগীতের এই সাধক শিল্পী।
১৯২৯ সালে সিলেট বিভাগের সুনামগঞ্জের দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীমতী সুষমা। তার মৃত্যু সিলেটের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরনীয় ক্ষতি, এমনটি আফসোস সংস্কৃতি সংশ্লিষ্টদের।