মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৭ এপিবিএন এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
২৬শে মার্চ সকাল ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ৭ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ মহোদয়সহ সিলেট রেঞ্জের পুলিশ কর্মকর্তাগণ।
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ- অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ স্নিগ্ধ আখতার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) পলাশ রঞ্জন দে, সহকারী পুলিশ সুপার (এ্যাডজুটেন্ট) মোঃ আছাবুর রহমানসহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত অফিসার ও ফোর্স এবং লালাবাজারে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স।