, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রামে স্ত্রীকে খুন করে পালিয়ে আসা যুবক সিলেটে গ্রেপ্তার সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভ্যর্থনা অনুষ্ঠান শ্রীঘরে সিলেট জেলা যুবদল নেতা কাশেম হাইটেক পার্ক, সিলেট-এ বিনিয়োগ আকৃষ্টকরণের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত বড় ভাইয়ের হাত থেকে ভূ-সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা সিলেটে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না : মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে সিসিকের শোভাযাত্রা
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে সুলভ মূল্যে গরুর গোশত, দুধ ও ডিম বিক্রিতে ব্যাপক সাড়া

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সরাসরি তত্বাবধানে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীতে গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রিয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও এক লিটার গাভীর দুধ ৮০ টাকা, এক হালি মুরগির ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন গ্রাহককে সর্বোচ্চ এক ডজন ডিম ক্রয় করতে পারবেন।

বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর থেকে জানা গেছে, ডিম প্রতি পিস ৯ টাকা,এক হালি ৩৬ টাকা, প্রতি কেজি গরুর গোস্ত ৬৫০ টাকা , ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস ২৫০ টাকা এবং গরুর খামারের তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

গরুর মাংশ সর্বোচ্চ ৪ কেজি, মুরগি একটি করে এবং দুধ ও ডিম যতটুকু দরকার ততটুকু দেয়া হচ্ছে।সাধারণ জনগণ প্রাণীসম্পদ দপ্তরের এ আয়োজনকে সাধুবাদ জানান।গত শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে অল্প আয়ের লোকজন জেলা পরিষদের সামনে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওইসব খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের পছন্দের খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেছে। মন্ত্রণালয়ের এমন মহৎ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

তারা বলেন, বাজারে গরুর গোশত ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রাণী সম্পদ অফিসের আন্তরিক উদ্যোগে আমরা ন্যায্য মূল্যে গোশত কেনার সুযোগ পেয়েছি।
গরুর গোশত ক্রয় করতে আগত খাদিজা আক্তার বলেন, উন্নত মানের সুস্থ সবল গরুর গোশত দামে কম হওয়ায় আমরা এখানে এসেছি। বাজারে দোকানগুলোতে গোশতের দাম অনেক বেশি।
নগরীর কাজিটিলার বাসিন্দা ঝর্ণা বেগম বলেন, ন্যায্য মূল্য দিয়ে গোশত কিনতে পেয়ে আমরা অনেক খুশি। বাজারের দোকানগুলোতে ন্যায্য মূল্যে সব সময় গোশত বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি।

পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকিতে নিয়োজিত গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জুনায়েদ কবির বলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, ব্রয়লার ও গরুর মাংস বিক্রয় করা হচ্ছে। প্রাণীসম্পদ অধিদপ্তরের নির্ধারিত দামে এ কার্যক্রম চলমান থাকবে আগামী শনিবার পর্যন্ত।

এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৮ শতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষ সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস ক্রয় করতে পারছেন।

জনপ্রিয়

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে পালিয়ে আসা যুবক সিলেটে গ্রেপ্তার

সিলেটে সুলভ মূল্যে গরুর গোশত, দুধ ও ডিম বিক্রিতে ব্যাপক সাড়া

প্রকাশের সময় : ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সরাসরি তত্বাবধানে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীতে গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রিয় কার্যক্রম সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কেজি গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫০ টাকা। এছাড়াও এক লিটার গাভীর দুধ ৮০ টাকা, এক হালি মুরগির ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। একজন গ্রাহককে সর্বোচ্চ এক ডজন ডিম ক্রয় করতে পারবেন।

বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর থেকে জানা গেছে, ডিম প্রতি পিস ৯ টাকা,এক হালি ৩৬ টাকা, প্রতি কেজি গরুর গোস্ত ৬৫০ টাকা , ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস ২৫০ টাকা এবং গরুর খামারের তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

গরুর মাংশ সর্বোচ্চ ৪ কেজি, মুরগি একটি করে এবং দুধ ও ডিম যতটুকু দরকার ততটুকু দেয়া হচ্ছে।সাধারণ জনগণ প্রাণীসম্পদ দপ্তরের এ আয়োজনকে সাধুবাদ জানান।গত শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে অল্প আয়ের লোকজন জেলা পরিষদের সামনে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ওইসব খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য লাইনে দাঁড়িয়ে যান। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের পছন্দের খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেছে। মন্ত্রণালয়ের এমন মহৎ উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

তারা বলেন, বাজারে গরুর গোশত ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রাণী সম্পদ অফিসের আন্তরিক উদ্যোগে আমরা ন্যায্য মূল্যে গোশত কেনার সুযোগ পেয়েছি।
গরুর গোশত ক্রয় করতে আগত খাদিজা আক্তার বলেন, উন্নত মানের সুস্থ সবল গরুর গোশত দামে কম হওয়ায় আমরা এখানে এসেছি। বাজারে দোকানগুলোতে গোশতের দাম অনেক বেশি।
নগরীর কাজিটিলার বাসিন্দা ঝর্ণা বেগম বলেন, ন্যায্য মূল্য দিয়ে গোশত কিনতে পেয়ে আমরা অনেক খুশি। বাজারের দোকানগুলোতে ন্যায্য মূল্যে সব সময় গোশত বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি।

পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকিতে নিয়োজিত গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: জুনায়েদ কবির বলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, ব্রয়লার ও গরুর মাংস বিক্রয় করা হচ্ছে। প্রাণীসম্পদ অধিদপ্তরের নির্ধারিত দামে এ কার্যক্রম চলমান থাকবে আগামী শনিবার পর্যন্ত।

এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৮ শতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষ সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস ক্রয় করতে পারছেন।