সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন জেলা জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
তিনি সোমবার (২৪ মার্চ) দুপুরে বালাগন্জ থানা পরিদর্শন ও পরে বালাগন্জ উপজেলার ঐতিহ্য শীতলপাটির উন্নয়নে বালাগঞ্জ উপজেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধান, শীতলপাটির কারিগর, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা করেন।
তারপর তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।
পরে তিনি বিভিন্ন সরকারি দপ্তর দর্শন ও পরিদর্শন করেন। সর্বশেষ উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মাধ্যমে জেলা প্রশাসকের বালাগন্জ উপজেলার পরিদর্শন কার্যক্রম সমাপ্ত হয়।
এসব কর্মসূচিতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।