হবিগঞ্জের চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জে আন্তর্জাতিক বন দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার দুপুরে চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জে সিলেট বন বিভাগ আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।
“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম, হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক তারেক রহমান, সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি, রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য এর সদস্যবৃন্দ, সিলেট বন বিভাগের বিভিন্ন রেঞ্জ ও এসএফএনটিসি এর কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।