সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। তবে এবার অতীতের মতো কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। শুধু কোরআন খতম, জিকির-আজকার, দোয়া দরুদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কোরআন খতমের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাজার কর্তৃপক্ষ জানায়, গান-বাজনাসহ সব ধরনের অতীতের সব কার্যক্রম এ বছর বন্ধ রাখা হয়েছে।
খাদেম আব্দুল আজিজ জানান, মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে ঐতিহ্যগত আনুষ্ঠানিকতা রাখা সম্ভব হয়নি। শিরনি বিতরণও থাকছে না।
পুলিশ কমিশনার রেজাউল করিম দুদিন আগে জানান, ‘পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’
প্রসঙ্গত, গত বছর ওরস উপলক্ষে দুর্বৃত্তদের হামলায় শাহপরাণ মাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ২০ জন আহত হন। সে অভিজ্ঞতার কারণে এবার কেবল দোয়া, খতম ও মিলাদ মাহফিলে সীমাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।