সিলেটের নগরীর দুই হোটল থেকে ৯ জন নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার হোটেল ‘বাধন’ থেকে ম্যানেজার জামাল মিয়া, মাইন উদ্দিন, তাহলীল আহমেদ, মাহি আক্তার, কলি বেগমকে আটক করা হয়।
একই দিনে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে মো. আসাদুজ্জামান, মো. ফাহিম আহমেদ জান্নাতুল ফেরদৌস ও মনি আক্তারকে আটক করে ডিবি পুলিশ।
অনৈতিক কাজের লিপ্ত থাকার দায়ে তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।