সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কমিটির সেক্রেটারী ও বিশিষ্ট কর আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “নার্সিং সেবা বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেবার অন্যতম। এটি আজ একটি সম্মানিত পেশা, যা নারী-পুরুষ নির্বিশেষে মানবতার কল্যাণে এগিয়ে আসছে। আপনাদের হাসিমুখই রোগীর জন্য আশার আলো। ধৈর্য, যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানবসেবায় এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “সিলেটে রক্তভিত্তিক একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে থ্যালাসেমিয়া রোগীসহ সব মানুষের জন্য রক্ত সেবার বিশেষায়িত সুযোগ সৃষ্টি হবে। এটি হবে বাংলাদেশের প্রথম রক্তকেন্দ্রিক হাসপাতাল।”
শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের এডহক কমিটির সদস্য অধ্যাপক মো: ফরিদ আহমদ, সদস্য মাহবুব কাদির শাহী, সদস্য মাহবুবুল হক চৌধুরী, সদস্য পারভেজ আহমদ, সদস্য ফয়সল আহমদ, সদস্য জাহেদ আহমদ তালুকদার, সদস্য আবু সাঈদ। সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক মো: নাজমুল হোসেইন- এফ.সি.এম.এ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ইউএলও ও সহকারী পরিচালক মো: মিজানুর রহমান জীবন, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী।
বিএসসি নার্সিং ৪র্থ ব্যাচের শিক্ষার্থী আশেয়া সিদ্দিকা এনি ও অনামিকা চন্দের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী ফারজানা আক্তার মীম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিমলা বেগম ও তানিয়া জান্নাত তাহেরা। সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পূজা আচার্য্য। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারী ৩য় বর্ষের শিক্ষার্থী জাফর আহমদ ও গীতা পাঠ করেন নিরুপম নাথ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজকে হরিপুর গ্যাস ফিল্ড এর পক্ষ থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এছাড়াও দ্বিতীয় পর্বে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়।