সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার চন্ডীপুল এলাকায় নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান ওই রেস্টুরেন্টে গিয়ে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চাইলে মালিক এম এ সালাম পাঁচজন কর্মচারীসহ তার ওপর হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করা হয় এবং তার কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
পরে আহত ইসমাইল হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।
মামলার পরদিন রাতেই পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন- সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫), শহিদুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।