এসওএস চিলড্রেন ভিলেজ সিলেটে ডিজিটাল এম্পায়ারমেন্ট এন্ড ল্যাংগুয়েজ ইনহ্যান্সম্যান্ট ইনিটিয়েটিভ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নস্হ এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেটের কনফারেন্স রুমে বর্ণাঢ্য আয়োজনে ডিজিটাল এম্পায়ারমেন্ট এন্ড ল্যাংগুয়েজ ইনহ্যান্সম্যান্ট ইনিটিয়েটিভ প্রকল্পের এর উদ্ভোধন করেন, এসওএস চিল্ড্রেন ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল ডিরেক্টর ডা. মোঃ এনামুল হক।
এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেটের সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে ও এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট এর সহকারী পরিচালক তানবীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখর উদ্দিন, ওসমানী নগর উপজেলা আইসিটি অফিসার খানজাহান আলী, এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর — ডালিয়া দাস, মোহাম্মদ আলী, ডিরেক্টর আইসিটি, মাকসুদুল আলম খান, ডেপুটি ডিরেক্টর, ফাইন্যান্স এন্ড একাউন্টস।
বক্তব্য রাখেন, একিলিয়াস ফাউন্ডেশনের প্রজেক্ট কোর্ডিনেটর তুষার কান্তি ধর। উদ্বোধনী অনুষ্ঠানে বানীগাঁও SESDP মডেল স্কুল, রহিমা ফিরোজ শিকদার উচ্চ বিদ্যালয়, জয়বুন্নেছা গার্লস হাইস্কুল ও কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষার্থী এবং এসওএস চিলড্রেন্স ভিলেজ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিজিটাল ক্ষমতায়ন এবং ভাষা উন্নয়ন উদ্দোগ প্রকল্প
আগামী ২০২৯ সাল পর্যন্ত এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট এ অব্যাহত থাকবে। এর মাধ্যমে সিলেট অঞ্চলের শিশু, কিশোর -কিশোরী, শিক্ষক ও কমিউনিটির জন্য ডিজিটাল লিটারেসি এবং ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়নসহ উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে সক্ষম হবে।