, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন সুরমা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে নিখোঁজ কিশোর আবির সিলেটে রাংপানিতে টাস্কফোর্সের অভিযানে ২০ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক এলাকায় একই ছাদের নিচে স্থাপন হচ্ছে দুইটি পুলিশ ক্যাম্প : উদ্বোধন ২৪ আগস্ট বিশ্বনাথে জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী আব্দুল হান্নানের দিনব্যাপী গণসংযোগ লালাবাজারে সংঘর্ষে আহত লিটন ও মিন্টু অপারেশন থিয়েটারে, দোয়া কামনা পাপড়ি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় লালাবাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সিফতা গ্রেফতার হবিগঞ্জে দিনমজুর ছাওধন মিয়ার এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা জাফলংয়ে পাথর লুটের ঘটনায় ১৫০ জনকে আসামী করে প্রশাসনের মামলা নিয়োগের ২৪ ঘন্টার মধ্যে আবারো সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও বদল

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় ১৫০ জনকে আসামী করে প্রশাসনের মামলা

সিলেটের জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে পাথর লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি (নং-২৯(৮)/২৫) দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান ওসি।

এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর থেকে জাফলং ইসিএভুক্ত এলাকায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ১১টি মামলা দায়ের করেছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা। প্রথম মামলাটি করা হয় গত বছরের সেপ্টেম্বরে, যেখানে ৯২ জন চিহ্নিত পাথর লুটপাটকারীকে আসামি করা হয়েছিল। তবে কেবল একজন আসামিকে সেনাবাহিনী আটক করতে পেরেছিল।

পরিবেশ অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, জাফলং ইসিএ এলাকায় পাথর লুটের ঘটনায় গত বছরের ৫ আগস্ট থেকে ১১টি মামলা দায়ের করি। কিন্তু কোনো মামলারই আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। আমরা পুলিশকে রিকুইজিশন দিয়েছি, মামলাগুলোর বিষয়ে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেছি। কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেসময় যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না, লুটপাট ঠেকানো যেত।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, পরিবেশ আইনের মামলাগুলো জামিনযোগ্য। সে কারণে আসামিরা জামিনে বেরিয়ে যায়।

জনপ্রিয়

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় ১৫০ জনকে আসামী করে প্রশাসনের মামলা

প্রকাশের সময় : ৭ ঘন্টা আগে

সিলেটের জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে পাথর লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে।

তিনি বলেন, সোমবার (১৮ আগস্ট) রাতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলাটি (নং-২৯(৮)/২৫) দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৭, ৮ ও ৯ আগস্ট গভীর রাত ১টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টির মধ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএভুক্ত এলাকা থেকে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানান ওসি।

এছাড়া, গত বছরের ৫ আগস্টের পর থেকে জাফলং ইসিএভুক্ত এলাকায় পাথর লুটপাটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ১১টি মামলা দায়ের করেছে বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা। প্রথম মামলাটি করা হয় গত বছরের সেপ্টেম্বরে, যেখানে ৯২ জন চিহ্নিত পাথর লুটপাটকারীকে আসামি করা হয়েছিল। তবে কেবল একজন আসামিকে সেনাবাহিনী আটক করতে পেরেছিল।

পরিবেশ অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, জাফলং ইসিএ এলাকায় পাথর লুটের ঘটনায় গত বছরের ৫ আগস্ট থেকে ১১টি মামলা দায়ের করি। কিন্তু কোনো মামলারই আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। আমরা পুলিশকে রিকুইজিশন দিয়েছি, মামলাগুলোর বিষয়ে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেছি। কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সেসময় যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না, লুটপাট ঠেকানো যেত।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, পরিবেশ আইনের মামলাগুলো জামিনযোগ্য। সে কারণে আসামিরা জামিনে বেরিয়ে যায়।