সিলেটের বিশ্বনাথে সিলেটগামী নোহা (ঢাকা মেট্টো-চ ১৫-২৮০১) ও জগন্নাথপুরগামী সিএনজি চালিত অটোরিক্সা (অনটেস্ট) এর মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত ও নারী-শিশু’সহ ৫ যাত্রী আহত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাওনপুর নামক স্থানে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত সিএনজি চালিত অটোরিক্সা চালকের নাম ইয়াহিয়া মিয়া (২৮)। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জাহিদ মিয়ার পুত্র।
দুর্ঘটনার পর বিশ্বনাথ-রশিদপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণ ও পথচারীদের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন- বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের সাজ্জাদ মিয়ার স্ত্রী রেহানা বেগম (৪৫) ও কন্যা তোহা বেগম (৮), টেংরা (আলীপাড়া) গ্রামের ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন’সহ আরোও কয়েকজন।
সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সা চালকের মৃত্যু ও আরোও কয়েক জন আহত হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় সবাইকে হাসপাতালে প্রেরণ করা হয়। সড়কে থাকা যানজট দূর করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুঘর্টনায় কবলিত দুটি গাড়িই পুলিশের জিম্মায় রয়েছে।