, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ‘উদ্দেশ্যমূলক ভাবে এনসিপি নেতাদের নামে মিডিয়া ট্রায়াল হচ্ছে’ সাদাপাথর লুটপাটের প্রমাণ ছাড়া দুদক প্রতিবেদন করলে তাদের ক্ষমা চাইতে হবে : ফখরুল ইসলাম ‘উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অন্যতম লক্ষ্য শিশু কল্যাণ’ সিলেট সুন্দর জেলায় পরিণত হবে : সারোয়ার আলম দুর্নীতিবাজদের যম সারোয়ার আলম সিলেট এসে পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম চন্ডিপুলে লাইসেন্স দেখতে চাওয়ায় সিসিক কর্মীর ওপর হামলা, তিনজন গ্রেপ্তার পাথর লুটকারী রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে : জৈন্তায় মুফতি আলী হাসান উসামা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশে পদ নবম এবং চার স্তরের পদসোপান বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের টিকরপাড়া এলাকায় রবিবার (২৭ জুলাই) বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচে চাপা পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম (৪৫) সোনালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শাখার ম্যানেজার। তিনি আলীনগর ইউনিয়নের খলা গ্রামের রহুম আব্দুল খালিকের ছেলে বদরুল ইসলাম।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ওই বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অর্ধশত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। তবে ওই দিন সন্ধ্যার পর ব‍্যাংক কর্মকর্তা নিখোঁজের সংবাদ প্রচার হলে স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। পরে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংকের চারখাই, আলীনগরসহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা দক্ষিণ বাজার শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দিন বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জনপ্রিয়

জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সিলেটে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের টিকরপাড়া এলাকায় রবিবার (২৭ জুলাই) বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার ৬ ঘণ্টা পর রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচে চাপা পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম (৪৫) সোনালী ব্যাংক গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ শাখার ম্যানেজার। তিনি আলীনগর ইউনিয়নের খলা গ্রামের রহুম আব্দুল খালিকের ছেলে বদরুল ইসলাম।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির ওই বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অর্ধশত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। তবে ওই দিন সন্ধ্যার পর ব‍্যাংক কর্মকর্তা নিখোঁজের সংবাদ প্রচার হলে স্বজন ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালান। পরে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তা বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত বদরুল ইসলাম সোনালী ব্যাংকের চারখাই, আলীনগরসহ গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন শাখায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা দক্ষিণ বাজার শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই দিন বিকেলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পরপরই পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’