, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ‘উদ্দেশ্যমূলক ভাবে এনসিপি নেতাদের নামে মিডিয়া ট্রায়াল হচ্ছে’ সাদাপাথর লুটপাটের প্রমাণ ছাড়া দুদক প্রতিবেদন করলে তাদের ক্ষমা চাইতে হবে : ফখরুল ইসলাম ‘উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অন্যতম লক্ষ্য শিশু কল্যাণ’ সিলেট সুন্দর জেলায় পরিণত হবে : সারোয়ার আলম দুর্নীতিবাজদের যম সারোয়ার আলম সিলেট এসে পৌঁছেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম চন্ডিপুলে লাইসেন্স দেখতে চাওয়ায় সিসিক কর্মীর ওপর হামলা, তিনজন গ্রেপ্তার পাথর লুটকারী রাঘব বোয়ালদের আইনের আওতায় আনতে হবে : জৈন্তায় মুফতি আলী হাসান উসামা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রবেশে পদ নবম এবং চার স্তরের পদসোপান বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল।

মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।

জনপ্রিয়

জকিগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধর্ষকদের শাস্তির দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ 

প্রকাশের সময় : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাসের গোল চত্ত্বর থেকে একটি মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। পরে আবার গোল চত্বরে এসে শেষ হয় মিছিল।

মিছিল পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে একই দাবিতে বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুন, ধর্ষণ ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভঙ্গুর হয়ে পড়েছে। সারাদেশে অপরাধীরা মাথাছাড়া দিয়ে উঠেছে। দেশে ধর্ষণ বেড়েছে। শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। শহরে শহরে বেড়েছে অপরাধমূলক কর্মকান্ড। অথচ রাষ্ট্র, প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র নারী ও শিশুদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষার্থীরা মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার ধর্ষণ কাণ্ডের দ্রুত বিচার দাবি করেন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।