সিলেট নগরীতে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা। রাতে তারাবির নামাজ শেষে নগরবাসী ঈদের কেনাকাটা করতে শপিংমলে যাচ্ছেন। নগরবাসীর নিরাপত্তার জন্য এবারই প্রথম রাত্রিকালীন নিরাপত্তা চেকপোস্ট বসিয়েছে এসএমপি পুলিশ।
অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারসহ চুরি ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট ও যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।
রবিবার (২৩ মার্চ) দিবাগত রাত ১০ টা থেকে সোমবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা এর নেতৃত্বে এ নিরাপত্তা চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
নগরীর জিতু মিয়ার পয়েন্ট, সেলফি ব্রিজ, লাউয়াই পয়েন্টসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশের চৌকি বসিয়ে তল্লাশি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ চেকপোস্ট ডিউটিতে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট নগরীর মানুষ যাতে নিরাপদে ঈদের কেনাকাটা করতে পারেন, তাই ছিনতাই প্রতিরোধে এই চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারে বিশেষভাবে তৎপর রয়েছে এসএমপি পুলিশ।