, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না : মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে সিসিকের শোভাযাত্রা এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশের বন্যার্তদের সহায়তা কর্মসূচী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান রাতে গ্রেপ্তার, দুপুরে জামিন সিলেট জেলা শ্রমিকলীগ নেতা জাকারিয়ার সিলেটে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সিলেট সদর উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি বিরোধের জেরে সিলেটে ভাইয়ের হাতে ভাই খুন ২৪ ঘণ্টায় সিলেটে ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত, অব্যাহত থাকবে ৫ দিন
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

যাবার আগে স্ট্রাইকার খোঁজার বার্তা দিলেন হামজা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৪৩ পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মত ১০ দিন, উপলক্ষের নাম হামজা চৌধুরী। ২০২৩ সালের পর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই রোদের আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে।

হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গন্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে, ভারে, ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেই নেই উপমহাদেশের কেউ। হামজা বাংলাদেশের মেসি। হামজার ইফেক্ট বোঝাতে অধিনায়ক জামাল ভূঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমনি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার।

হামজা বলেন, “আমি আসলে বলে বোঝাতে পারব না আমার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আবার জুন মাসে ফিরব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্যও দোয়া করবেন। জুন মাসে দুটি বড় খেলা আছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।”

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝ মাঠে বল দখল কিংবা পায়ের কারিগরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য শতভাগ জানান দিলেও আরো বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোল স্কোরারের অভাব। হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন আরো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ভক্তদের ভালোবাসা আর প্রশংসা সঙ্গে নিয়ে ইংল্যান্ড যাওয়া হামজার সঙ্গী কি অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও!

বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন, আর ভারত ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার আকুল বার্তা।

জনপ্রিয়

প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না : মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান

যাবার আগে স্ট্রাইকার খোঁজার বার্তা দিলেন হামজা

প্রকাশের সময় : ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মত ১০ দিন, উপলক্ষের নাম হামজা চৌধুরী। ২০২৩ সালের পর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই রোদের আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে।

হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গন্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে, ভারে, ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেই নেই উপমহাদেশের কেউ। হামজা বাংলাদেশের মেসি। হামজার ইফেক্ট বোঝাতে অধিনায়ক জামাল ভূঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমনি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার।

হামজা বলেন, “আমি আসলে বলে বোঝাতে পারব না আমার অনুভূতি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি আবার জুন মাসে ফিরব। আমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্যও দোয়া করবেন। জুন মাসে দুটি বড় খেলা আছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।”

ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝ মাঠে বল দখল কিংবা পায়ের কারিগরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য শতভাগ জানান দিলেও আরো বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোল স্কোরারের অভাব। হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন আরো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ভক্তদের ভালোবাসা আর প্রশংসা সঙ্গে নিয়ে ইংল্যান্ড যাওয়া হামজার সঙ্গী কি অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও!

বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন, আর ভারত ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার আকুল বার্তা।