সিলেটের জেলা জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন।
তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার, কিশোর কিশোরী ক্লাব, উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি, ৫জন শারীরিক প্রতিবন্ধী ও চলৎ-শক্তিহীন শিশুর মধ্য হুইল চেয়ার বিতরণ, উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
পরে তিনি উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা প্রদান করে মানুষের মন জয় করার জন্য সকল কর্মকর্তাদের আহবান জানান। পাবলিক সার্ভিসকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল জুনায়েদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম,
উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।