সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধকে খুন করা হয়েছে। পরে তার লাশ বাঁশঝাড়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়েনের ঈদগাহ পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম ফয়েজ উদ্দিন (৫৫)। তিনি সিলেটের মোগলাবাজার থানার মানিকপুর এলাকার আছির উদ্দিনের ছেলে।সিলেট জেলা ভ্রমণ প্যাকেজ
জানা যায়, ফয়েজ উদ্দিন দিনমজুরের কাজ করতেন। সে সুবাদে তিনি সম্প্রতি গোলাপগঞ্জে গিয়েছিলেন। স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এসময় তার গলায় একটি গেঞ্জি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিল এবং তার হাটু প্রায় মাটিতে লেগেছিল।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার এসআই ময়নাল জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির পরনের গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে খুন করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তবে কি কারণে তিনি খুন হতে পারেন তা জানা যায়নি। এসআই ময়নাল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের পর বিষয়টি জানা যাবে।