সিলেটের কানাইঘাটে আলোচিত কাতার প্রবাসী রশিদ আহমদ হত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানাধীন নরসিংপুর ইউপির অর্ন্তগত দিনেরটুক এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশ। প্রবাসী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সাজু।
গ্রেফতার সাজু আহমদ (২০) সিলেটের কানাইঘাট থানার খালপার এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।
জানা যায়, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গত রবিবার রাত ১টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন কাতার প্রবাসী রশিদ আহমদ (২৮)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা খুনিদের বাড়িঘর পুড়িয়ে দেয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি সাজু আহমদ। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।